• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হানিফ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা ও মারধর করেছে।

তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের ওপর দুই দফায় হামলা করেছে ছাত্রলীগ। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে। এই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, ছাত্র অধিকার পরিষদের নেতা সাব্বিরসহ আহত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ