• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

রাজশাহী সফরে রাষ্ট্রপতির সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহী পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী মিসেস রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা সার্কিট হাউজে পৌঁছেন।

এসময় রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুল হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, তিনদিনের সফরে রাজশাহী এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা। তারা নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

তিনি জানান, সার্কিট হাউজে সাময়িক অবস্থান শেষে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা পুলিশ একাডেমি সারদা, পুঠিয়া রাজবাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ