• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৫১ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ
বাংলাদেশে সাংবাদিক হয়রানি, যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ শেখ হাসিনার পদক্ষেপ প্রশংসনীয়, ফের জয়ী হবেন: ব্লুমবার্গ র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু, সেই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শুরু বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে বাংলাদেশে, জানেনা বিসিবি চুয়াডাঙ্গায় রাস্তার পাশে ময়লার স্তূপ, বিপাকে পথচারী জাহাঙ্গীর মেয়র পদে ফিরছেন কি না রায় ৪ এপ্রিল প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রওশন এরশাদের হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে ময়মনসিংহ সদরের চিত্র ময়মনসিংহে মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ময়মনসিংহের সিরতায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

বিশ্বের সর্বাধিক ট্রফি জেতা ফুটবলার যারা

ক্রীড়া ডেস্কঃ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ জয়ের স্বাদ নেয়ার। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে সেই স্বপ্নকেও ছুঁয়ে ফেলেন ‘এলএমটেন’।

সব ট্রফিতে নিজের নাম লিখালেও, এখন পর্যন্ত ফুটবল বিশ্বে সর্বোচ্চ ট্রফি জেতার তালিকায় নিজেকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারেননি লিও মেসি। একনজরে দেখে নেওয়া যাক, সর্বাধিক ট্রফি জেতার তালিকায় আছেন কোন ১০ ফুটবলার।

দানি আলভেজ (ব্রাজিল)

বিশ্ব ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন ব্রাজিলের দানি আলভেস। তার ঝুলিতে রয়েছে ৪৩টি শিরোপা।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

মরুর বুকে বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। লা পুলগা এখন পর্যন্ত ৪২টি শিরোপার স্বাদ পেয়েছেন।

 

হোসাম আসউর (মিশর)

দেশ ও ক্লাবের হয়ে ৫০০ ম্যাচের বেশি খেলা এই ৩৬ বছর বয়সী মিডফিল্ডারের সংগ্রহে আছে ৩৯টি শিরোপার স্বাদ।

আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)

২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ঝুলিতে আছে ৩৭টি ট্রফি জয়ের রেকর্ড। ক্লাব ফুটবলে দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলা এই তারকা ২০১১-১২ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি জাপানি লিগের দল ভিসেল কোবেতে যোগ দেন।

ম্যাক্সওয়েল (ব্রাজিল)

ব্রাজিলের সাবেক ফুটবলার ম্যাক্সওয়েলেরও সংগ্রহে আছে ৩৭টি ট্রফি।

জেরার্ড পিকে (স্পেন)

ইনিয়েস্তা, ম্যাক্সওয়েলের পর ৩৭টি ট্রফির রেকর্ড আছে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকেরও। বার্সেলোনা ও স্পেনের সাবেক এই সেন্টারব্যাক ২০১০ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

রায়ান গিগস (ইংল্যান্ড)

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসের ঝুলিতে আছে ৩৬টি ট্রফি জয়ের রেকর্ড।

কেনি ডালগ্লিস (স্কটল্যান্ড)

সাবেক স্কটিশ ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিসের ক্যারিয়ারে আছে ৩৫টি শিরোপার স্বাদ।

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

৩৪ টি ট্রফি নিয়ে পর্তুগিজ তারকা রোনালদো আছেন তালিকার নয় নম্বরে। সম্প্রতি ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন তিনি।

ভিটর বাইয়া (পর্তুগাল)

সাবেক পর্তুগিজ তারকা গোলরক্ষক ভিটর বাইয়ার ঝুলিতে আছে রোনালদোর সমান ৩৪টি ট্রফি জয়ের রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ