• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশে জনগণকেও যুক্ত করার নির্দেশ বাদশার

নিজস্ব প্রতিবেদক : / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশের বিভিন্ন বিষয়ের সাথে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

ওয়ার্কার্স পার্টির প্রধানতম এ নেতা বলেছেন, আমাদের সমাবেশ যেহেতু সাধারণ জনগণের স্বার্থের এবং তাদেরই বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে- সেহেতু আমরা মানুষের কাছে পৌঁছাতে পারলে- আমার বিশ্বাস; তারা শুধু সমাবেশস্থলে আসবে তাই নয়; এর সাথে জড়িত আরো অনেক বিষয়েই যুক্ত হবে। মনে রাখবে হবে- যে রাজনীতির পুরোটা জুড়ে জনগণ থাকবে; সেই রাজনীতিই স্বার্থক।

শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট স্টেশন এলাকায় শহিদ জামিল স্মৃতি সংসদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ তারিখের সমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির হড়গ্রাম ইউনিয়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন কমিটির সভাপতি ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে; সেসবে আমরাই নেতৃত্ব দিয়েছি। সাধারণ মানুষের আস্থা সবসময় আমাদের সাথে আছে। আমরা সেই আস্থাকে ধরে রেখে এবং আমাদের রাজনীতির সাথে জনগণের স্বার্থকে যুক্ত করে ২৫ তারিখের জনসভা সফল করতে চাই।

হড়গ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, হড়গ্রাম ইউনিয়ন কমিটির নেতা নজরুল ইসলাম, বেলাল উদ্দীন, মনিরুল ইসলাম, আতাহার মণ্ডল, খ্রীষ্টিনা বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ