• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

বরিশালে পছন্দের ভেন্যুর অনুমতি পায়নি বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশালে বিভাগীয় সমাবেশ করার জন্য নগর ভবনের সামনের সড়কটি চেয়েছিল স্থানীয় বিএনপি। সেখানে সমাবেশ করার অনুমতি পায়নি দলটি। যানজট, নাগরিকদের দুর্ভোগের কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি দেয়নি।

বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধিকাংশ বড় কর্মসূচি অনুষ্ঠিত হয় নগর ভবনের সামনের এই সড়কে। সর্বশেষ ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি পালনের আয়োজনও নগর ভবনের সামনের এই সড়কেই করে মহানগর আওয়ামী লীগ।

প্রশস্ত এই সড়কে আওয়ামী লীগের নানা আয়োজনের পরিপ্রেক্ষিতেই সেটি চাওয়া হয়েছিল সমাবেশের জন্য। কিন্তু অনুমতি মেলেনি প্রশাসনের কাছ থেকে।’ বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সদর রোডসংলগ্ন জিলা স্কুল মাঠে। বর্তমানে ওই মাঠে চলছে সমাবেশ মঞ্চ নির্মাণের কাজ।

বিএনপি চাইছে সমাবেশে কম করে হলেও এক লাখ লোকের সমাগম ঘটাতে। সেই লক্ষ্যে তাদের প্রস্তুতি আর প্রচার-প্রচারণাও চলছে পুরোদমে। অভিযোগ রয়েছে, সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের বাধা-হুমকির অভিযোগও করছে তারা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘শনিবার (৪ ফেব্রুয়ারি) তাদের কর্মসূচি আর আন্দোলনের মানে হচ্ছে ‘যত গর্জে তত বর্ষে না’র মতো বিষয়।

তারপরও আমরা চোখ-কান খোলা রাখব। তারা যদি সমাবেশের নামে শান্তি বিনষ্টের চেষ্টা করে তবে অবশ্যই তাদের প্রতিহত করা হবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘আমাদের টার্গেট ছিল বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে সমাবেশ করব।কিন্তু সেখানে চলছে এসএমই মেলা। পরে নগর ভবনের সামনের সড়কের কথা বললে সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেয় প্রশাসন।সেখানে নিয়মিত জনসভাসহ নানা কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দল। শেষ পর্যন্ত আমরা জিলা স্কুল মাঠের কথা বললে রাজি হয় প্রশাসন। সে অনুযায়ী সমাবেশ মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ