• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

বিবিসি আরবি ভাষায় রেডিও সম্প্রচার ৮৫ বছর পর বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

থেমে গেল দীর্ঘ ৮৫ বছরের যাত্রা। খরচ কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম গুটিয়ে আনছে বিবিসি। মূলত এর ধারাবাহিকতায়ই আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ডিজিটাল পরিষেবায় জোর দেবে সম্প্রচারমাধ্যমটি।

গতকাল শুক্রবার শেষবার সম্প্রচারিত হয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠান। এর পর থেকে রেডিও চ্যানেলটির আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। খবর বিবিসির।

আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। শুধু আরবি নয়, ওই ঘোষণায় বাংলা, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি।

ওই সময় করপোরেশনটি বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের মুখে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। তবে রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত বিবিসির টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও এবং অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।

১৯৩৮ সালের ৩ জানুয়ারি মিসরে যাত্রা শুরু করেছিল বিবিসি আরবি রেডিও। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হোসাম এল সোকারি বলেন, বিবিসি আরবি রেডিওর পরিষেবা প্রত্যন্ত এলাকার অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। তারা ছোট ও তুলনামূলক কমদামি ডিভাইস ব্যবহার করেও সংবাদ শুনতে পারতেন। এখন তাদের বিবিসির পরিষেবা পেতে সম্ভবত আরও বেশি ব্যয় করতে হবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর ৮১ বছরের যাত্রার ইতি টানে বিবিসি বাংলা রেডিও। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয় সংবাদ এবং সমসাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ