বিএনপি নিজেদের দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে না, তাহলে দেশে তারা কিভাবে গণতন্ত্র বাস্তবায়ন করবে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপি নিজেরাই নিজেদের দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে না, তারাই আবার দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে কিভাবে? আওয়ামী লীগের ভেতরে সব স্থানেই গণতন্ত্র প্র্যাকটিস হয়।
ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগ প্র্যাকটিস করে। ফখরুল সাহেব আপনাকে বলি, আপনি কত সালে সেক্রেটারি জেনারেল হয়েছেন। তারা অভ্যন্তরীন গনতন্ত্রও প্র্যাকটিস করে না৷ তাদের কোনো কিছুই নাই।
তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলনের নামে সহিংসতা করবে। আমরা জেনে শুনে চুপচাপ থাকবো না। প্রতিরোধ করবো যদি কেউ বিশৃঙ্খলা করে। আমরা রাজপথে থাকবো নির্বাচন পর্যন্ত। আমাদের পাল্টা পাল্টি কোনো প্রোগ্রাম নেই। তারা যাই করুক তাদের সঙ্গে কোনো পাল্টা পাল্টি প্রোগ্রামে যাবো না। গ্রামাঞ্চলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।
‘প্রতিদিন পুরো বছর আমাদের কর্মসূচি থাকতে হবে। খালি মাঠ দেয়া যাবে না। তারা আগুন সন্ত্রাস করবে। রেললাইন, গাছে আগুন দিবে, মানুষ আগুনে পুড়িয়ে মারবে এটা করতে দেয়া হবে না।’
মুখ দেখে নেতা বানাবেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেদের লোক ও আত্মীয়স্বজন দিয়ে কমিটি গঠন করা যাবে না৷ যুবক ও বয়জেষ্ঠ নেতাদের দিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে কমিটি দিতে হব। ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও শিক্ষামন্ত্রী দীপু মনি স্বাগত বক্তব্যে বলেন, অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য যে অপশক্তি কাজ করছে তার বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। এদের রুখে দিতে আমরা একত্রিত হয়ে কাজ করবো, সমানের নির্বাচনে সবাই মিলে কাজ করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলবো।