আরএমপি’র কাশিয়াডাঙা থানার উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে কাশিয়াডাঙা কলেজ মাঠ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান।
আরএমপি’র কাশিয়াডাঙা থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র রজব আলী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. রফিকুল আলম, রাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, কাশিয়াডাঙা কলেজের অধ্যক্ষ শাহ আবদুল করিম।