• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

১০টি রক্ষাগোলা সংগঠনের” নেতৃত্ব উন্নয়ন কর্মশালার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় প্রাথমিক পযার্য়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০জন নেতা-নেত্রীর অংশগ্রহণে গোদাগাড়ীর কাঁকনহাটে অবস্থিত সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ২দিনব্যাপী “রক্ষাগোলা নেতৃবৃন্দের নেতৃত্ব উন্নয়ন, নারী বান্ধব সংগঠন অনুশীলন, সম্পদে নারীদের অভিগম্যতা ও মালিকানা এবং নেটওয়ার্কিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার কর্মশালার আলোচ্য বিষয় ছিল সমাজে কেন আমাদের একত্রিত হতে হবে? রক্ষাগোলা সংগঠন কেন করতে হবে ও রক্ষাগোলা কিভাবে গ্রাম সমাজ সংগঠনকে সহায়তা করতে পারে, রক্ষাগোলা সংগঠন, কাঠামো ও কমিটি, যুবরা কিভাবে রক্ষাগোলা সংগঠনে ভূমিকা রাখতে পারে (দলীয় কাজ) রক্ষাগোলা চর্চা (সঞ্চয়, সহায়তা, বিক্রি, জমা, সভা ) রক্ষাগোলা কাঠামো ও সমাজে নারীর অংশগ্রহণ, সংগঠনে সদস্য অর্ন্তভ‚ক্তি ও নেতৃতের করনীয়, আর্দশ সাংগঠনিক চর্চা, সিসিবিভিও এর সাথে রক্ষাগোলার সর্ম্পক ও যোগাযোগ, অন্যান্য রক্ষাগোলা সংগঠনের সাথে সর্ম্পক । আলোচনায় সহায়ক হিসেবে অংশ নেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ