• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

বগুড়ায় এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

বগুড়ার গাবতলীতে এক লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলীর সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে শহীদ (৩৭) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)।
বুধবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার গাবতলী উপজেলায় জাল টাকার কারবার হচ্ছে। তখন বগুড়া ডিবির একটি টিম গাবতলীর সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক লাখ টাকার জাল নোটস দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগেও শহীদের নামে একটি ও সাজুর বিরুদ্ধে দুটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ