• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন

রাজধানীতে সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন মাদক কারবারিরা। তারা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করেন। তবে হামলাকারী মাদক কারবারিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহত দুই সাংবাদিক হলেন- এসএটিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পারসন টি এইচ মুসলিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মাদক কারবারিদের হামলায় আহত তাইফুর রহমান তুহিন জানান, র‌্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরা পারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তারা আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তুহিন।

এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ