• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

তানোর-নিয়ামতপুর-মান্দার চৌবাড়িয়া বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আশরাফুল আলম , তানোর থেকে : / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর তানোর উপজেলা ও নওগার মান্দা এবং নিয়ামতপুর উপজেলার সীমান্তবর্তি চৌবাড়িয়া বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বর্তমান সভাপতি আলতাজ উদ্দীন প্রামানিক ছাতা প্রতিকে ২শ৬০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি বর্তমান সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সরকার আনারস প্রতিকে পেয়েছেন ১শ’ ৯২ ভোট।

৬৮ভোট বেশি পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতিক নিয়ে আলতাজ উদ্দীন প্রামানিক এবং বিনা প্রতিদ্বন্দিতায় সাধারন সম্পাদক হয়েছেন মন্টু সোনার।

শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চৌবাড়িযা গরুহাটা চত্বরে ভোট গ্রহন শেষে গননার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোষনা করা হয় ভোটের ফলাফল।

চৌবাড়িয়া বাজার বনিক সমিতির নির্বাচন ঘিরে প্রার্থীসহ ভোটারদের মধ্যেছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শনিবার ভোট গ্রহন শেষে গননার সময় বিকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, পোষ্টারে পোষ্টারে ছেয়ে আছে পুরো বাজারসহ ভোট কেন্দ্রের বাইরের আশপাশ।

মোট ৪শ’ ৭৬ জন ভোটারের মধ্যে ৪শ’ ৫৮জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। কেন্দ্রের আশ্বে পার্শ্বে ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং সবাই ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন ফলাফলের জন্য।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চৌবাড়িযা বাজার বনিক সমিতির ১১টি পদের বিপরীতে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সাধারন সম্পাদক, ক্যাশিয়ার, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক।

অপর ৬টি পদে মোট প্রার্থী ছিলেন ১৩ জন সভাপতি পদে ২জন, সহ-সভাপতি ৪জন প্রার্থীর মধ্যে নির্বাচতি হয়েছেন ২জন, যুগ্ন সাধারণ সম্পাদক ৩জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ১জন, সাংস্কৃতিক পদে ২জন প্রার্থীর মধ্যে ১জন এবং সহকারী সাংগঠনিক পদে ২জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ১জন।

এব্যাপারে চৌবাড়িয়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আলতাজ উদ্দীন বলেন, নির্বাচনে হার জীত থাকবেই। বাজারের উন্নয়ন করাসহ বনিকদের কল্যানে সকলে মিলে মিশে একসাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

তবে,পরাজিত সভাপতি প্রার্থী আব্দুস সাত্তারের দেখা না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ