• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে : নজরুল ইসলাম খান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হয়েছে বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। তারা আরও দুঃসময়ের ভয় পাচ্ছেন। সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবারো গ্যাসের দাম বাড়িয়েছে। শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এর যোগান তো গরিব মানুষকেই দিতে হবে। অর্থাৎ জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা। আজকে খাদ্য নিয়ে জাহাজ ঘুরছে তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই। আরও কঠিন সংকটে পড়ার আগেই আমাদেরকে লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত মঙ্গলবার জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ী গ্রামে শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেডআরএফের ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নজরুল ইসলাম খান বলেন, আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। বিশেষ করে জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে বিপদে আপদে ও প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, জলোচ্ছ্বাসের মতো সংকটকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ