রাজশাহীর তানোরে গ্রামে ঘুরে ঘুরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের গায়ে জড়িয়ে দিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দরিদ্র অসহায় শীতার্ত নারী-পুরুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন। সামনে এমপি মিতার গাড়ি পেছনের ট্রাকে শীতের কম্বল যেখানে অসহায় দরিদ্র ব্যক্তি দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নেমে গায়ে জড়িয়ে দিচ্ছেন শীতের কম্বল।
এভাবেই তিনি শীতবস্ত্র নিয়ে তানোরে গ্রামে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন। একই সাথে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিন গিয়েও কম্বল বিতরন করেছেন তিনি। এর মধ্যে বিকালে বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বেশ কিছু অসহায় শীতার্ত নারী পুরুষদের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।
সকালে চান্দুড়িযা ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণের সময় সংরক্ষতি আসনের নারী সংসদ সদস্য এ্যাডভোকেট আদিবা আনজুম মিতার সাথে উপস্থিত ছিলেন চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, পরে তালন্দ ইউপিতে কম্বল বিতরনের সময উপস্থিত ছিলেন তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু, পাচন্দর ইউপিতে কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
আদিবা আনজুম মিতা এমপি বলেন, বিএনপির আমলে আপনার তেমন সুবিধা পাননি, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তার ত্রাণ তহবিল হতে অসংখ্য মানুষের মাঝে অনুদান দিয়ে যাচ্ছেন।
শীতে আপনার কষ্টের কথা চিন্তা করে এ শীতবস্ত্র কম্বল আমার মাধ্যমে আপনাদের মাঝে পৌছিয়ে দিয়েছেন। আপনার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আর আগামীতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন করতে সহোযোগিতা করবেন।