রাজশাহীর তানোরে লুপ্ত ধানের রক্ষক এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুবইল বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক আয়োজনে যোহন নামাজের শেষে ইউসুফ আলী মোল্লার নিজ বাসভবন দুবইল গ্রামে স্বরণ সভায় বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সভাপতি কৃষক জাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত স্বরন সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ধান গবেষক মাহবুব সিদ্দিকী, জাতীয় পুরুস্কার প্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ, দি হাঙ্গার প্রজেক্টেও গণগবেষনা ইউনিটের সমন্মায়কারী সোহেল রানা।
বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার, সাংবাদিক টিপু সুলতান, কবি মইন শেখ, রেজাউল করিম, কৃষক আব্দুল হামিদ, আলমাস প্রমুখ।