রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে। বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া।
ফলে বিপাকে পড়েছে রাজশাহীর জনজীবন। সকাল থেকে মেঘ ও কুয়াশায় আকাশ ঢাকা থাকলেও সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি রয়েছে।
১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত রাজশাহীর আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল রজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০২ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেলষিয়াস।
তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ গুণ। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হয়ে শীতে কষ্ট পাচ্ছেন।