• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ ২৫

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুলি করার অভিযোগে লাইসেন্সকৃত একটি বন্দুকসহ আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।সোমবার দুপুরের দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বাঐতারা গ্রামের জাহিদ, আব্দুল ওহাব, রফিক, আব্দুল বারেক, শাহীন, ওমর, শফিকুল, হযরত, সেলিম, নূর মোহাম্মদ, মুন্না, শফিকুল, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আব্দুল বাসেত, মিলন, হজরত, তোতা মিয়া, মুক্তি, রিপন ও হৃদয়।

তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আরিফ হোসেন ঐ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সকালে একটি জমির কাগজ তোলাকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের হজরত আলীর ছেলে দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের হেকমতের ছেলে রুবেল মারধর করেন। এরই জের ধরে সোমবার সকাল থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে আরিফ তার লাইসেন্স করা বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দুকসহ গুলিবর্ষণকারি আরিফকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ