• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

লালপুরে ২ গরু চোর আটক

লালপুর প্রতিবেদকঃ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নাটোরের লালপুরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২৯শে ডিসেম্বর-২২)আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত ভোর রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক কৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার লতিবপুর গ্রামের সপরের ছেলে শাকিল (২১) ও মোসলেমের ছেলে হান্নান (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার ভোর বেলা লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের সামির মণ্ডলের ছেলে আশরাফুল মণ্ডল(৫০) এর গোয়াল ঘর থেকে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন ঐ ২ চোর।
এ সময় অমৃতপাড়া বাজারে পৌঁছালে চুরি করা গরু,বহনকারী গাড়িসহ ২ চোরকে আটক করে লালপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে গরু, বহনকারী গাড়িসহ ঐ দুই চোরকে লালপুর থানায় নেওয়া হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।আটককৃত ঐ দুই চোরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ