জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার উদ্যোগে শুভ সংঘ তানোর উপজেলা শাখার গঠিত কমিটির পরিচিতি সভা ও শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
দৈনিক কালের কন্ঠ পত্রিকার তানোর তানোর প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতানের আয়োজনে ও সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত শুভ সংঘের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন শুভ সংঘের তানোর উপজেলা শাখার সভাপতি তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও শুভ সংঘের উপদেষ্টা পংকজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের সাধারন সম্পাদক আক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তানোর আব্দুল করিম সরকার সরকারী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আবু হেনা।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদসাজু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শুভ সংঘের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখেন কালের কন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি ও শুভ সংঘের অন্যতম উপদেষ্টা টিপু সুলতান।
এসময় শুভ সংঘের সকল সদস্যসহ এলাকার সুধীজন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকা/শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শতাধীক শিক্ষার্থীদের হাতে নতুন খাতা-কলম তুলে দেয়া হয়।