• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:১২ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

পদ্মায় ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, শায়িত হলেন পাশাপাশি

নিজস্ব প্রতিনিধি / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পদ্মায় গোসল করতে গিয়ে ডুবে মৃত্যুবরণ করা স্বামী-স্ত্রী পাশাপাশি শায়িত হলো। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী সদরের ফাজিলপুর কবরস্থানে জানাযার নামাজ শেষে দুজনকে পাশাপাশি দাফন করা হয়। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার সানজামুল ইসলামের ভগ্নিপতি সালাহউদ্দিন কাদের রূপনের (৩৮) লাশ শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল। আগের দিন শুক্রবার তার বোন মানজুরি তানভীর নিশির (৩২) ডুবে মারা যান।
শুক্রবার সকালে ওই দম্পতিসহ পরিবারের প্রায় ১৫-২০ জন নৌকায় চড়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের পদ্মার বালিগ্রাম চরে পিকনিকে করতে যান। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সময় তারা চারজন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দম্পতির দুই সন্তানকে জীবিত উদ্ধার করে। মানজুরি তানভীরকে উদ্ধার করে গুরুতর অবস্থাহাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রূপন। রূপন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন ।
একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ