৫ হাজার দোকান পুড়ে গেছে, দাবি ব্যবসায়ীদের
- আপডেট সময় : ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুনে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এখানে পাঁচ হাজারের বেশি দোকান ছিল। সব পুড়ে শেষ। কেউ কিছুই বের করতে পারেনি। সামনে ঈদ, তাই প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হোক।
এই ব্যবসায়ী নেতা বলেন, আমরা এখন কী করব, আমাদের ব্যবসায়ীরা এখন কোথায় যাবে, কীভাবে ঈদ করবে। মাত্র ব্যবসা জমতে শুরু করেছিল। আর তখনই এই ঘটনা ঘটল।
হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে হবে। তাদের কষ্ট দেখেছি। আমরা চাইলে এই বাহিনীটিকে আরও এগিয়ে নিতে পারি। ভূমিকম্প থেকে মানুষ দৌড়ে বাঁচতে পারে, কিন্তু আগুনের হাত থেকে বাঁচা সম্ভব না। আমাদের অনুরোধ ফায়ার ফাইটারদের আরও এগিয়ে নিতে হবে।
ঢাকা মার্কেটের চেয়ারম্যান আব্দুর রহমান জানান, পুরো মার্কেটে সাত হাজার দোকান ছিল। ছয়টি ভাগে এসব দোকান গড়ে উঠেছিল। আগুনে বঙ্গমার্কেট পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। আগুন নেভানোর পর সবার সাথে কথা বলে বিষয়টি জানা সম্ভব হবে।
মঙ্গলবার (৪ মার্চ) ভোর ছয়টার দিকে বঙ্গবাজারের ওই মার্কেটে ভয়াবহ আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি এখনো নেভেনি।


























