সংবাদ শিরোনাম ::
৩০০ নাটকে অভিনয় করা আলাউদ্দিন লাল আরে নেই
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১০:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় কৌতুক ঘরনার অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাউদ্দিন লাল নানা ইন্তেকাল করেছেন সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করবেন।’
আলাউদ্দিন লাল ২০০৮ সাল থেকে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। বিভিন্ন ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন এবং তার অভিনয় ক্ষমতার জন্য প্রশংসিত হয়েছেন। তার ক্যারিয়ারে তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন।