ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই অভিনেত্রী বোন

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই বোন অমনদীপ সোহি ও ডলি সোহি চলে গেলেন না ফেরার দেশে। তারা দুজনই ছিলেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ। অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হন ডলি সোহি।

গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অমনদীপের। আর শুক্রবার সে খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই টেলিদুনিয়ায় আছড়ে পড়ল আরও এক মর্মান্তিক খবর। ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন আরেক বোন ডলি সোহি। যিনি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ। এই সিরিয়ালেই নিয়মিত অভিনয় করছেন বাংলার ঋষি কৌশিক।

পরিবারের তরফে জানা গেছে ডলি দীর্ঘদিন ধরে সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। আর সেই মারণ রোগই প্রাণ কেড়েছে ‘ঝনক’ অভিনেত্রীর। অন্যদিকে বৃহস্পতিবার জন্ডিসে মৃত্যু হয় অমনদীপ সোহির। যিনি বত্তমিজ দিল-এ অভিনয় করেছেন। ভাই মনু সোহি নিশ্চিত করেছেন বোনের প্রয়াণের খবর। তিনি জানান, “অমনদীপ আর নেই। ওর শরীর আর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। তবে আমাদের চিকিৎসকের কাছে বিশদে জানার মতো পরিস্থিতি ছিল না।”

ভাই মনু সোহি জানিয়েছেন, “তবে ডলির অবস্থা কিন্তু আশঙ্কাজনক ছিল না, ওকে হাসপাতালে থাকতে বলেছিলেন ডাক্তাররা। ২০২৩ সালেই জরায়ুর ক্যানসার ধরা পড়ে ওর। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।”

দুই মেয়েকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই অভিনেত্রী বোন

আপডেট সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

২৪ ঘণ্টার ব্যবধানে দুই বোন অমনদীপ সোহি ও ডলি সোহি চলে গেলেন না ফেরার দেশে। তারা দুজনই ছিলেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ। অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হন ডলি সোহি।

গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অমনদীপের। আর শুক্রবার সে খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই টেলিদুনিয়ায় আছড়ে পড়ল আরও এক মর্মান্তিক খবর। ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন আরেক বোন ডলি সোহি। যিনি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ। এই সিরিয়ালেই নিয়মিত অভিনয় করছেন বাংলার ঋষি কৌশিক।

পরিবারের তরফে জানা গেছে ডলি দীর্ঘদিন ধরে সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। আর সেই মারণ রোগই প্রাণ কেড়েছে ‘ঝনক’ অভিনেত্রীর। অন্যদিকে বৃহস্পতিবার জন্ডিসে মৃত্যু হয় অমনদীপ সোহির। যিনি বত্তমিজ দিল-এ অভিনয় করেছেন। ভাই মনু সোহি নিশ্চিত করেছেন বোনের প্রয়াণের খবর। তিনি জানান, “অমনদীপ আর নেই। ওর শরীর আর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। তবে আমাদের চিকিৎসকের কাছে বিশদে জানার মতো পরিস্থিতি ছিল না।”

ভাই মনু সোহি জানিয়েছেন, “তবে ডলির অবস্থা কিন্তু আশঙ্কাজনক ছিল না, ওকে হাসপাতালে থাকতে বলেছিলেন ডাক্তাররা। ২০২৩ সালেই জরায়ুর ক্যানসার ধরা পড়ে ওর। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।”

দুই মেয়েকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।