ময়মনসিংহ সিটি নির্বাচন
২২নং ওয়ার্ডে সাজু মাষ্টার কে নিয়ে ঐক্যবদ্ধ জনতা

- আপডেট সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর ২২নং ওয়ার্ডে লাঠিম প্রতীকের প্রার্থী জনবান্ধব তরুণ সমাজ সেবক শাহজাহান সাজু মাষ্টারকে নিয়েই এক্যবদ্ধ হয়ে উঠেছে সর্বস্তরের জনগণ। সকল পেশা-শ্রেণীর মানুষের অংশগ্রহনে প্রচার প্রচারনা জমে উঠেছে। লাঠিম প্রতীককে জয়ী করতে ওয়ার্ডবাসী ঐক্যমত, একজোট।
ওয়ার্ডবাসীর প্রত্যাশা নতুন এই সিটিতে ২২নং ওয়ার্ডের পক্ষে প্রতিনিধিত্ব করবে সুশিক্ষিত, যোগ্য, দক্ষ, ক্লিন ইমেজের ব্যাক্তিত্ব। যার প্রতিনিধিত্বে পূর্বের তুলনায় উন্নয়নের মাধ্যমে নগরীর নবগঠিত বয়ড়া এলাকা নিয়ে গঠিত ২২নং ওয়ার্ড এলাকা আধুনিক শহরে পরিনত হবে। উন্নয়ন হবে জনগণের জীবনমান। সেই কাঙ্খিত উন্নয়ন তরান্বিত করতে এলাকাবাসী চায় তরুন নেতৃত্বের জনবান্ধব সমাজসেবক সাজু মাষ্টারকে। যিনি ইতিমধ্যেই সমাজ সেবক হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন সাফল্যের সাথে।
সিটির নবগঠিত ২২নং ওয়ার্ডে জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতায় এগিয়ে থাকা হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী হিসাবে সর্বমহলে বিবেচিত প্রার্থী সাজু মাষ্টার । উচ্চ শিক্ষিত, যোগ্য, দক্ষ প্রার্থী হিসাবে তিনি সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয়বারের মতো তিনি মহানগরের এই নতুন ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। গত নির্বাচনে পরাজিত হলেও হাল ছাড়েননি সাজু মাষ্টার। একজন তরুণ প্রার্থী হিসাবে তাকে নিজেদের নতুন প্রতিনিধি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ডের জনগন মনে করছেন- যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে পারলেই তরান্বিত হবে উন্নয়ন, সেদিক বিবেচনায় এলাকার মুরব্বি, যুবক, তরুণ, নারী পুরুষ পছন্দের দিক থেকে সাজু মাষ্টার এগিয়ে রেখেছে। ওয়ার্ডের প্রতিটি পাড়াপাড়া-মহল্লায় চলছে তার লাঠিম প্রতীকের পক্ষে ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় । লাঠিম নিয়ে লাঠিমের মতই ঘুরছে জনতার দ্বারে-দ্বারে।