সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
পরিবেশ,বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলো। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, মোহাম্মাদপুর টাউন হল সুপার মার্কেটে পলিথিন ব্যবহার বন্ধ নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, পলিথিনের বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। এগুলো বাজারে পর্যাপ্ত এবং সুলভ মূল্যে কিনতে পারবেন ক্রেতারা।
উপদেষ্টা বলেন, আমরা ভয়, শাস্তি বা অভিযান দিয়ে নয় বরং মানুষকে উদ্বুদ্ধ করে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে চাই। পরিবেশ, প্রতিবেশ এবং জীব জগতের জন্য অভিশাপ এই পলিথিন ব্যাবহার বন্ধ করতেই হবে।