ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

১০০ কোটির ক্লাবে ‘সিতারে জামিন পার’

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর অনেকটাই আড়ালে ছিলেন বলিউডের এই সুপারস্টার। তবে এবার সেই হতাশা কাটিয়ে নতুন ছবি ‘সিতারে জামিন পার’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তিনি।

গত শুক্রবার (২০ জুন) মুক্তি পায় ‘সিতারে জামিন পার’। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেশীয় বক্স অফিসে আয় করে ১০ কোটি ৭ লাখ রুপি। এরপর প্রতিদিনই ছবির আয় বেড়েছে। দ্বিতীয় দিনে ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২৫ লাখ, চতুর্থ ও পঞ্চম দিনে সমানভাবে ৮ কোটি ৫ লাখ করে রুপি আয় করেছে।

এই হিসেবে এখন পর্যন্ত শুধু ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি। অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশে আয় মিলিয়ে ‘সিতারে জামিন পার’ ৫ দিনেই ১২৩ কোটি রুপি অর্জন করেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, ছবিটি মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই ছবিটি সানি দেওলের ‘জাট’ ছবির আয়ের রেকর্ডও অতিক্রম করবে।

আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেন। ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

সামাজিক বার্তা ও মানবিক আবেগে ভরপুর এই সিনেমাটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে, যা আমির খানের ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০০ কোটির ক্লাবে ‘সিতারে জামিন পার’

আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর অনেকটাই আড়ালে ছিলেন বলিউডের এই সুপারস্টার। তবে এবার সেই হতাশা কাটিয়ে নতুন ছবি ‘সিতারে জামিন পার’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তিনি।

গত শুক্রবার (২০ জুন) মুক্তি পায় ‘সিতারে জামিন পার’। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেশীয় বক্স অফিসে আয় করে ১০ কোটি ৭ লাখ রুপি। এরপর প্রতিদিনই ছবির আয় বেড়েছে। দ্বিতীয় দিনে ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২৫ লাখ, চতুর্থ ও পঞ্চম দিনে সমানভাবে ৮ কোটি ৫ লাখ করে রুপি আয় করেছে।

এই হিসেবে এখন পর্যন্ত শুধু ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি। অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশে আয় মিলিয়ে ‘সিতারে জামিন পার’ ৫ দিনেই ১২৩ কোটি রুপি অর্জন করেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, ছবিটি মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই ছবিটি সানি দেওলের ‘জাট’ ছবির আয়ের রেকর্ডও অতিক্রম করবে।

আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেন। ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

সামাজিক বার্তা ও মানবিক আবেগে ভরপুর এই সিনেমাটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে, যা আমির খানের ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।