হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ হাজি, সৌদিতে মারা গেছেন ৪২ জন

- আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১১ বার পড়া হয়েছে
হজ পালন শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। এদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন বাংলাদেশি।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি ফ্লাইটে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন হাজি। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে দেশে এসেছেন ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে হজ শেষে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের হজযাত্রীদের মধ্যে ৭৬ শতাংশ ইতোমধ্যে দেশে ফিরেছেন।
চলতি বছর (২০২৫ সালে) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি সৌদি আরব গিয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। সর্বশেষ মৃত্যুবরণ করেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী। তিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন এবং গেল রোববার সেখানে মৃত্যুবরণ করেন।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে হজ পালনকারী বাংলাদেশিদের মধ্যে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
হজ শেষে দেশে ফেরা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে আরও হাজিরা দেশের মাটিতে পা রাখবেন বলে জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাজিদের সুষ্ঠুভাবে ফেরাতে নিয়মিত সমন্বয় করে যাচ্ছে।