ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে : শরীফ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই চালের বাজার অস্থির, কেজিপ্রতি দাম বেড়েছে ৮ টাকা দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন রাজস্ব আদায় কার্যক্রমে মনোযোগ দেওয়ার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ভারতে ৪৪৪ জনকে আটক সোহরাওয়ার্দীর সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সহযোগিতা চেয়েছে জামায়াত নির্বাচনের প্রস্তুতির নির্দেশ, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ফখরুলের

হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ হাজি, সৌদিতে মারা গেছেন ৪২ জন

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১১ বার পড়া হয়েছে

হজ পালন শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। এদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন বাংলাদেশি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি ফ্লাইটে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন হাজি। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে দেশে এসেছেন ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে হজ শেষে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের হজযাত্রীদের মধ্যে ৭৬ শতাংশ ইতোমধ্যে দেশে ফিরেছেন।

চলতি বছর (২০২৫ সালে) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি সৌদি আরব গিয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। সর্বশেষ মৃত্যুবরণ করেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী। তিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন এবং গেল রোববার সেখানে মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে হজ পালনকারী বাংলাদেশিদের মধ্যে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

হজ শেষে দেশে ফেরা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে আরও হাজিরা দেশের মাটিতে পা রাখবেন বলে জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাজিদের সুষ্ঠুভাবে ফেরাতে নিয়মিত সমন্বয় করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ হাজি, সৌদিতে মারা গেছেন ৪২ জন

আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

হজ পালন শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। এদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন বাংলাদেশি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি ফ্লাইটে ফিরেছেন ২৯ হাজার ৮৬০ জন হাজি। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে দেশে এসেছেন ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে হজ শেষে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের হজযাত্রীদের মধ্যে ৭৬ শতাংশ ইতোমধ্যে দেশে ফিরেছেন।

চলতি বছর (২০২৫ সালে) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি সৌদি আরব গিয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। সর্বশেষ মৃত্যুবরণ করেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী। তিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন এবং গেল রোববার সেখানে মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে হজ পালনকারী বাংলাদেশিদের মধ্যে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

হজ শেষে দেশে ফেরা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে আরও হাজিরা দেশের মাটিতে পা রাখবেন বলে জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাজিদের সুষ্ঠুভাবে ফেরাতে নিয়মিত সমন্বয় করে যাচ্ছে।