স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমানের শিশুরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। বর্তমান সরকার ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষনা দিয়েছেন। সে লক্ষ নিয়ে বাংলাদেশর সরকারের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে সোমবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এপিসি প্রকল্পের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পভূক্ত উপপরিচালক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি এই কথা গুলো বলেন।
তিনি বলেন, শিশুর বিকাশ গঠনের সময় থেকেই তাদের মান বৃদ্ধির জন্য কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তাদের শোনাতে হবে। কিশোর-কিশোরলীদের বয়:সন্ধিকাল সম্পর্কে জানাতে হবে। সেইসাথে বাবা-মাদের নিয়ে শিশু সুরক্ষা ও তাদের অন্যান্য সমস্যা সম্পর্কে সচেতন করতে হবে। তিনি বলেন, পুরুষ শাষিত সমাজে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। রাজশাহী বিভাগে ৩৭জনের বেশী নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ শিক্ষাকতায় নারীরা এখন অনেক এগিয়ে। এ থেকে বোঝা যায় নারীরা আর পিছিয়ে নেই। এটা দেশের উন্নয়নে এক বিরল সাফল্য বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, রাজশাহী বিভাগ জন্ম ও মুত্যু নিবন্ধনে প্রথম হয়েছে। এই ধারা অব্যাহত রখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন পৃথিবী ভয়ের জায়গা নয়। শিশুদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। শিশুদের সামনের দিকে এগিয়ে যেতে অভিভাবকদের সহযোগিতা করার পরামর্শ দেন তিনি। শিশুদের ভাল কিছু দিলে তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, একটি উন্নত রাষ্ট্র গড়তে হলে চাই সুশিক্ষা, ভাল মানের চিকিৎসা, যাতায়াত ও উন্নত যোগোযোগ ব্যবস্থা এবং সভ্য নাগরিক। এগুলো সঠিকভাবে হলে একটি রাষ্ট্রকে সবাই উন্নত রাষ্ট্র বলে স্বীকার করে।
বাংলাদেশ এ থেকে আর বেশী দূরে নেই। উন্নত রাষ্ট্রের দোরগোড়ায় পৌঁছে গেছে। অনেক ভালমানের রাস্তা হয়েছে। হয়েছে মেট্রোরেল ও কর্ণফুলি টালেন। এ থেকেই বোঝা যায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। দেশেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এবং আগামীতে দেশকে আরো উন্নত করতে শিশুদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিসি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ। রাজশাহী মলিলা অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোফিল উদ্দিন। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সবাই মিলে নগরীর একটি হোটেলে প্রশিক্ষণ করেন।
বিশেষ অতিথি এই প্রকল্প সম্পর্কে আলোকপাত করতে যেয়ে বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে কিশোর-কিশোরীর বাল্য বিবাহের প্রতি প্রতিবাদ করতে শিখেছে। নিজেরা ও বাল্য বিবাহের দিকে ঝুকছেনা। আবার কোন পরিবার বাল্যবিবাহ দিতে গেলে তারা যেয়ে বাধা প্রদান করছে। সেইসাথে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করছে বলে উল্লেখ করেন তিনি।
সভাপতি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর বক্তব্যে চলমান প্রকল্পের বিভিন্ন দূর্বল ও সবল দিকে তুলে ধরে নানা ধনের পরামর্শ প্রদান করেন।