ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো জিপ থেকে গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো পাজেরো জিপ ধাওয়া করে ২টি গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার ও ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ভোরে নাটোর জেলার সিংড়া থানার লালোর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে সোমবার সকালে সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের এলাকার নূর আলিম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং একই থানার হোসাইন আহমেদ।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার টিম। একটি সাদা রঙের পাজেরো জিপকে থামতে ইশারা করা হয়। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে পালাতে চেষ্ট করে। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করা। তার সাথে একটি হাইস মাইক্রো ছিল। গাড়িতে তল্লাশি করে পাজেরো জিপ থেকে ১৫০ কেজি ও মাইক্রো থেকে ৯০ কেজি, মোট ২৪০ কেজি গাজা উদ্ধার করা হয়।

জিপের গ্লাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো ছিল। গাড়িটির মালিকের সূত্র খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর জিল্লুর রহমান বাদী হয়ে নাটোর জেলার সিংড়া থানায় অভিযুক্ত ৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো জিপ থেকে গাঁজাসহ আটক ৩

আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো পাজেরো জিপ ধাওয়া করে ২টি গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার ও ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ভোরে নাটোর জেলার সিংড়া থানার লালোর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে সোমবার সকালে সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের এলাকার নূর আলিম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং একই থানার হোসাইন আহমেদ।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার টিম। একটি সাদা রঙের পাজেরো জিপকে থামতে ইশারা করা হয়। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে পালাতে চেষ্ট করে। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করা। তার সাথে একটি হাইস মাইক্রো ছিল। গাড়িতে তল্লাশি করে পাজেরো জিপ থেকে ১৫০ কেজি ও মাইক্রো থেকে ৯০ কেজি, মোট ২৪০ কেজি গাজা উদ্ধার করা হয়।

জিপের গ্লাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রিকার লাগানো ছিল। গাড়িটির মালিকের সূত্র খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর জিল্লুর রহমান বাদী হয়ে নাটোর জেলার সিংড়া থানায় অভিযুক্ত ৩ জনের নামে মামলা দায়ের করেছেন।