ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্প্রতি ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক এম কে জামান। পরিচালক জানিয়েছিলেন, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে।

তবে সিনেমাটির নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমা বন্ধে গত ২১ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তখন তিনি বলেন, ‘আপনারা যারা বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তারা বিরত থাকুন। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত অবস্থান হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি। এমনকি এ ব্যাপারে তারা অবগতও নন। আগামী পাঁচ দিনের মধ্যে তথাকথিত সিনেমা নির্মাতা ও প্রযোজক সাংবাদিক সম্মেলন করে এর আগে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নেবেন। যদি প্রত্যাহার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তারই পরিপ্রেক্ষিতে পরিচালক এম কে জামান সিনেমাটি স্থগিত করার কথা জানিয়েছেন। তিনি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, আমরা সিনেমাটি আপাতত স্থগিত রেখেছি। যদি আমার প্রযোজক অনুমতি পান তাহলেই ‘মাদার অব ডেমোক্রেসি’ নির্মাণ হবে। অন্যথয় আর হবে না।’

স্থগিত সিদ্ধান্ত নিয়ে বিকেল পাঁচটায় পরিচালক সংবাদ সম্মেলন করবেন। গেল ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। সেসময় পরিচালক বলেছিলেন, প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেন। সে অনুযায়ী কাজ এগোচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে।

কিন্তু এরপরই এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফেসবুক পেজ থেকে জানানো হয় যে, সিনেমাটির বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থগিত ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা

আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্প্রতি ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক এম কে জামান। পরিচালক জানিয়েছিলেন, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে।

তবে সিনেমাটির নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমা বন্ধে গত ২১ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তখন তিনি বলেন, ‘আপনারা যারা বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তারা বিরত থাকুন। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত অবস্থান হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি। এমনকি এ ব্যাপারে তারা অবগতও নন। আগামী পাঁচ দিনের মধ্যে তথাকথিত সিনেমা নির্মাতা ও প্রযোজক সাংবাদিক সম্মেলন করে এর আগে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নেবেন। যদি প্রত্যাহার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তারই পরিপ্রেক্ষিতে পরিচালক এম কে জামান সিনেমাটি স্থগিত করার কথা জানিয়েছেন। তিনি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, আমরা সিনেমাটি আপাতত স্থগিত রেখেছি। যদি আমার প্রযোজক অনুমতি পান তাহলেই ‘মাদার অব ডেমোক্রেসি’ নির্মাণ হবে। অন্যথয় আর হবে না।’

স্থগিত সিদ্ধান্ত নিয়ে বিকেল পাঁচটায় পরিচালক সংবাদ সম্মেলন করবেন। গেল ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। সেসময় পরিচালক বলেছিলেন, প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেন। সে অনুযায়ী কাজ এগোচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে।

কিন্তু এরপরই এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফেসবুক পেজ থেকে জানানো হয় যে, সিনেমাটির বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।