সংবাদ শিরোনাম ::
সৌদি ক্লাবের সঙ্গে নেইমারের চুক্তি সম্পন্ন

ক্রীড়া ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
কয়েকদিন ধরের নেইমারের দলবদল নিয়ে গরম ছিল গণমাধ্যমেগুলো। অবশেষে এলো এটির আনুষ্ঠানিক ঘোষণা। আল হিলালের সাথে নেইমারের চুক্তির মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না।
৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আল হিলালে মৌসুমপ্রতি পাবেন ১৬ কোটি ইউরো। পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার।
আল হিলালে আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো।