সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
- আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবারও সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) শাখা।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতকে শুক্রবার সমাবেশের অনুমতি দিচ্ছি না।
এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছিল দলটি। সে অনুযায়ী সমাবেশ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তবে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
পরবর্তীকালে অজ্ঞাতস্থানে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর ১ আগস্টের সমাবেশ স্থগিত করে তিন দিন পিছিয়ে আগামীকাল ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এই কর্মসূচি ঘোষণা করেন।
এ লক্ষ্যে ১ আগস্ট বিকেলেই জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন জমা দেয়। সবশেষ বৃহস্পতিবার অনুমতির বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার।
জামায়াতকে আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না- এমন প্রশ্নে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘না, দিচ্ছি না।’
ডিএমপি সূত্র বলছে, আগস্ট মাস শোকের মাস। এই মাসে জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে সাধারণ মানুষসহ অনেকের আপত্তি রয়েছে। তাছাড়া গোয়েন্দা প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে। তাই কোনোভাবেই জামায়াতকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে না।
অন্যদিকে, জামায়াতের পল্টন কার্যালয় থেকে অফিস সহকারী, পিয়নসহ অন্তত সাতজনকে আটক করার অভিযোগ করেছে দলটি। তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
এছাড়া সমাবেশের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপি অনুমতি না দিলেও জামায়াত সমাবেশ করবে।