সোমবার নয়াপল্টনে বিএনপির সমাবেশেও ডিএমপির ‘না’
- আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনে আগামীকাল সোমবার জনসমাবেশ কর্মসূচির জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৩০ জুলাই) বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে পাঠানো চিঠিতে জনসমাবেশ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়। তবে এ কর্মসূচির জন্য অনুমতি দেয়নি ডিএমপি।
অনুমতি না মেলার পরও জনসমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
রোববার রাতে সেলফোনে যোগাযোগ করা হলে হায়াতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিএনপির পক্ষ থেকে আজ অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে কার্যালয়ের সামনে দলটিকে সভা করার জন্য অনুমতি দেওয়া হয়নি। এরপরেও যদি দলটি সভা করার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জনসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।