সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ২২ লাখ টাকার ইলিশ জব্দ
- আপডেট সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চত করেছেন সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।
বিজিবি’র দেয়া তথ্য মতে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে বিজিবি’র কাছে গোপন সংবাদ আসে বাঁশতলা সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান চোরাকারবারীরা ভারতে পাচার করবে। পরে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৮ শ ৮৫ কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে মাছ গুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে মাছগুলো সকালের দিকে জব্দ করা হয়।