সিদ্দিকবাজারে আহতদের পাশে ছাত্রলীগ
- আপডেট সময় : ০৬:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে আহতদের সেবা দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে ছাত্রলীগের পাঁচটি শাখার ১০ জন নেতাকে দায়িত্ব বণ্টনও করা হয়েছে। গঠন করা হয়েছে তথ্যকেন্দ্র।
মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকার সিদ্দিক বাজারের একটি ভবনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় হতাহতদের জন্য জরুরিভিত্তিতে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে, প্রয়োজনীয় রক্ত যোগান দিতে তারা যেন ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে আসে।
একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পাঁচটি ইউনিটকে রক্ত সংগ্রহ, প্রাথমিক চিকিৎসা প্রদান ও আহতদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।
পাঁচটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ১০ জন হলেন—
শেখ মো. আল আমিন সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ
মনজু মিয়া সভাপতি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা
সৌরভ ঘোষ সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা
সৈয়দ শরিফুল আলম মাহিন সভাপতি, মুগদা মেডিকেল কলেজ শাখা
মিজানুর রহমান সুমন সভাপতি, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা
জাকিউল ইসলাম ফুয়াদ সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ শাখা
মো. মাইদুল ইসলাম নাঈম সাধারণ সম্পাদক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা
আল আসিফ দিহান খান সাধারণ সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা
শাহ আহমেদ নওশের সাধারণ সম্পাদক, মুগদা মেডিকেল কলেজ শাখা
আশিক হাসান স্বাগত সাধারণ সম্পাদক, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগ