সারাদেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল

- আপডেট সময় : ০৪:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সারাদেশে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বা মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে দেশের টেলিযোগাযোগ সেবায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।
প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কয়েকটি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তার ফেসবুক পোস্ট অনুযায়ী, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়েছে।
এখন পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে টেলিযোগাযোগ সেবা পুনঃস্থাপন এবং বিদ্যুৎ সংযোগ সচল করতে টিমগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।