সাংবাদিক মুজাহিদকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

- আপডেট সময় : ১১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে
গাজীপুরে ছাত্রদল নেতাদের অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস সোসাইটি ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ সহ ১৭টি সাংবাদিক সংগঠনের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েল সহ ৪০- ৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উসকানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দৈনিক লাল সবুজের দেশ নির্বাহী সম্পাদক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে,
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস সোসাইটি ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক নতুন সময় ময়মনসিংহ ব্যুরো ও দৈনিক কালের প্রতিচ্ছবি সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাঈন উদ্দিন উজ্জ্বল, দৈনিক আজকের বসুন্ধরা সিনিয়র স্টাফ রিপোর্টার সমির কুমার দাস, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রনি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি সাদেক, সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক তাসলিমা রত্না, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক সুলতান মাহমুদ বাপ্পি, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাকিম, সাংবাদিক এ এস কে মিজান, সাংবাদিক সামদানী বাপ্পি, সাংবাদিক নজরুল ইসলাম খান, সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ প্রমূখ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজয় টিভি সাংবাদিক আব্দুল হক লিটন, দৈনিক প্রতিদিনের কাগজ রেজাউল করিম রেজা, দৈনিক নতুন সময় ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকুল ইসলাম শাওন, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক সোহানুর রহমান সোহান, সাংবাদিক শেখ মোঃ দ্বীন ইসলাম, সাংবাদিক বিশ্বনাথ সাহা বিসু, সাংবাদিক মামুন, সাংবাদিক পপি, সাংবাদিক সেলিম সাজ্জাদ, সাংবাদিক সুমি, সাংবাদিক জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হুমকি দাতাদের আইনের আওতায় আনার জন্য গাজীপুর জেলা ও আইনশৃঙ্খলা প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।