ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

জাতীয় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল রোববার জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। অভিযোগ দাখিলের এ কার্যক্রমে আরও দুজন রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ দাখিলের জন্য প্রতিবেদন জমা দেয়, যেখানে জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতার নাম হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর ট্রাইব্যুনাল ২০ এপ্রিলের মধ্যে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। ১৭ জুন পর্যন্ত ছয়টি মামলার প্রতিবেদন দাখিলের কাজ শেষ হবে বলে জানানো হয়।

গত বছর ১৭ ডিসেম্বর, ওই গণহত্যার মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় গুলিবিদ্ধ ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে বিচার চলছে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। ৫ আগস্ট ঐ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার

আপডেট সময় : ০৩:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জাতীয় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল রোববার জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। অভিযোগ দাখিলের এ কার্যক্রমে আরও দুজন রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ দাখিলের জন্য প্রতিবেদন জমা দেয়, যেখানে জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতার নাম হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর ট্রাইব্যুনাল ২০ এপ্রিলের মধ্যে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। ১৭ জুন পর্যন্ত ছয়টি মামলার প্রতিবেদন দাখিলের কাজ শেষ হবে বলে জানানো হয়।

গত বছর ১৭ ডিসেম্বর, ওই গণহত্যার মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় গুলিবিদ্ধ ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে বিচার চলছে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। ৫ আগস্ট ঐ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়।