ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার, ব্রাজিলের অবস্থান কি?

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

সাম্প্রতিক শুরুটা ২০২১ এর কোপা আমেরিকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলবিসেলেস্তেদের। একের পর এক বিশ্বমঞ্চ জয় করে চলেছে আর্জেন্টিনা। আর এতে করে চলতি বছরটাও রাজত্ব ধরে রেখেই শেষ করেছে মেসি-আলভারেজরা।

বৃহস্পতিবার চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

তালিকায় ফ্রান্স আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।

তাছাড়া পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি।/ এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা।

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার, ব্রাজিলের অবস্থান কি?

আপডেট সময় : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

সাম্প্রতিক শুরুটা ২০২১ এর কোপা আমেরিকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলবিসেলেস্তেদের। একের পর এক বিশ্বমঞ্চ জয় করে চলেছে আর্জেন্টিনা। আর এতে করে চলতি বছরটাও রাজত্ব ধরে রেখেই শেষ করেছে মেসি-আলভারেজরা।

বৃহস্পতিবার চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

তালিকায় ফ্রান্স আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।

তাছাড়া পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি।/ এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা।

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।