সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
- আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয়দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান।
উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তৌহিদুল ইসলাম ও রাসেলসহ অন্যরা। মেলায় ১৮টি স্টল অংশ নেয়।