ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ধর্মঘটের ডাক শিক্ষকদের

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা শিক্ষকরা এবার ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী ১১ জুন বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ধর্মঘট পালন করবে।

সোমবার (২০ মার্চ) বেসরকারি মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার কয়েক হাজার শিক্ষক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে অংশ নেন। দুপুরে বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া ধর্মঘটের ঘোষণা দেন।

শিক্ষক নেতা বলেন, আমরা সরকারকে অনেক সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে অনেকবার বৈঠকের চেষ্টা করেছি, কিন্তু তিনি সময় দেননি। তাই আমরা জাতীয়করণের এক দাবিতে রাস্তায় নেমেছি। আগামী এক বা দুই জুন বাজেট ঘোষণা করা হবে।

বজলুর রহমান মিয়া বলেন, এবারের বাজেটে যদি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বরাদ্দ না রাখা হয়, তবে ১১ জুন থেকে আমরা ধর্মঘট শুরু করব। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

জানা গেছে, মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলা থেকে বাস, ট্রেন, মাইক্রোবাসে করে রাজধানীতে আসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সকাল থেকেই তারা প্রেসক্লাবে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সমাবেশ।

সমাবেশ সঞ্চালনা করেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

সমাবেশে শিক্ষক নেতারা অবিলম্বে জাতীয়করণের দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি আহ্বান জানান।

দাবি বাস্তবায়ন করতে না পারলে তাকে পদত্যাগ করার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ধর্মঘটের ডাক শিক্ষকদের

আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা শিক্ষকরা এবার ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী ১১ জুন বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ধর্মঘট পালন করবে।

সোমবার (২০ মার্চ) বেসরকারি মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার কয়েক হাজার শিক্ষক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে অংশ নেন। দুপুরে বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া ধর্মঘটের ঘোষণা দেন।

শিক্ষক নেতা বলেন, আমরা সরকারকে অনেক সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে অনেকবার বৈঠকের চেষ্টা করেছি, কিন্তু তিনি সময় দেননি। তাই আমরা জাতীয়করণের এক দাবিতে রাস্তায় নেমেছি। আগামী এক বা দুই জুন বাজেট ঘোষণা করা হবে।

বজলুর রহমান মিয়া বলেন, এবারের বাজেটে যদি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বরাদ্দ না রাখা হয়, তবে ১১ জুন থেকে আমরা ধর্মঘট শুরু করব। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

জানা গেছে, মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলা থেকে বাস, ট্রেন, মাইক্রোবাসে করে রাজধানীতে আসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সকাল থেকেই তারা প্রেসক্লাবে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সমাবেশ।

সমাবেশ সঞ্চালনা করেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

সমাবেশে শিক্ষক নেতারা অবিলম্বে জাতীয়করণের দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি আহ্বান জানান।

দাবি বাস্তবায়ন করতে না পারলে তাকে পদত্যাগ করার অনুরোধ জানানো হয়।