শান্তি সমাবেশ শেষে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
- আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানে শান্তি সমাবেশ শেষে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৪ বছর। আহতরা হলেন— মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে এবং চার জন আহত অবস্থায় এসেছে। এই দুই গ্রুপের রাজনৈতিক পরিচয় কী, এ মুহূর্তে আমরা বলতে পারছি না।
এ ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার ডিউটি অফিসার এসআই মনজুরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমি এখন ডিউটিতে এসেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ ছিল। সমাবেশ শেষ করে যাওয়ার পথে গুলিস্তানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে দলীয় সূত্রে জানা গেছে, সাবেক খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, শুনেছি গুলিস্তানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েকজন। তবে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের তিন সংগঠন-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশ আয়োজন করে। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ সমাবেশ করে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন।