সংবাদ শিরোনাম ::
শনিবার ঢাকায় পদযাত্রা করবে ১২ দলীয় জোট
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
আগামীকাল শনিবার (০৪ মার্চ) সকাল ১১টায় রাজধানী ঢাকায় পদযাত্রা করবে ১২ দলীয় জোট। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করবে জোটটি।
জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কসংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে কালভার্ট রোড হয়ে আবারও বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পর্যন্ত ১২ দলীয় জোটের উদ্যোগে এই পদযাত্রা হবে।