লোকারণ্য নয়াপল্টন, বিএনপি মহাসমাবেশ শুরু
- আপডেট সময় : ০৮:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া দুইটার কিছু আগে মহাসমাবেশ শুরু হয়।
সমাবেশ ঘিরে লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন এলাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। নেতাকর্মীরা নানা ধরনের শ্লোগান দিয়ে দলের কেন্দ্রীয় এলাকা প্রকম্পিত করে তুলেছে।
মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে নয়াপল্টন এলাকায়। দুপুর দেড়টার দিকে তুমুল বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান নেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অবশেষে লোকারণ্য নয়াপল্টন কার্যালয়ের সামনে বেলা ২টা ১০ মিনিটের দিকে শুরু হয় কাঙিক্ষত মহাসমাবেশ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সফল হয়েছি।