লন্ডনে মুখোমুখি বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

- আপডেট সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টায় যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি ‘ওয়ান টু ওয়ান’ হওয়ায় সেখানে অন্য কেউ উপস্থিত নেই বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান দুপুর ১টার দিকে বাসা থেকে হোটেলের উদ্দেশে রওনা হন। হোটেল চত্বরে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জানান, এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।