রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে সংঘর্ষ, ২ শিশু গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৫৮ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হল- বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকের বাসিন্দা ওবাইদুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং একই ব্লকের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নুর বশর বলেন, দীর্ঘদিন ধরে দুটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আজ সকাল থেকে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।