রামেবিতে রাষ্ট্রপতি মনোনীত নতুন সিন্ডিকেট সদস্য
- আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপ-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই বছরে জন্য ১০ জনকে ঐ দুই পদে অনুমোদন দেওয়া হয়।
এদের মধ্যে ৪ জন সিন্ডিকেট সদস্য ও ৬ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ২০(১)জ, ২০(১)
ণ,২০(১)চ ও ২২(১)জ ধারা মোতাবেক তাদরে দুই বছরের জন্য এই পদে নিযুক্ত করা হলো।
নতুন সিন্ডিকেট সদস্যরা হলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া,এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ল্যাব কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ স ম মাহবুবুল আলম, ইসলামি ব্যাংক মেডিকলে কলেজ রাজশাহীর অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ।
নতুন একাডেমিক কাউন্সিল সদস্যরা হলেন,প্রধানমন্ত্রীর ব্যাপ্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ডাঃ এ বি এম আব্দুল্লাহ,অকুপেশনাল এন্ড এনভায়রমেন্টাল হেলথ এর অধ্যাপক ডাঃ এস কে আখতার আহমেদ,অধ্যক্ষ নীলফামারী,নওগাঁ,রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ।
এদিকে নতুন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়েছেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।পাশপাশি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি।