সংবাদ শিরোনাম ::
রামেকে ডেঙ্গুতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ১২:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কবির হোসেন (৩৭) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।
হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রতিবেদনে আরও জানানো হয়, কবির হোসেনকে গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে এখন পর্যন্ত ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।