প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগে সংশয় ও প্রশ্ন
রাবি শিক্ষিকা রোকসানা বেগমের অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ১২:৪৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলামের পদত্যাগের ঘটনাকে সন্দেহজনক উল্লেখ করে এর প্রতিবাদে একাই পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি। বৃহস্পতিবার রাবিতে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি এই কর্মসূচি পালন করেন। এসময় তিনি বুকে একটি ফেস্টুন ঝুলিয়ে রাবির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে তিনি শহীদ শামসুজ্জোহা চত্বরের সামনে অবস্থান নেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড.এম আমিনুল ইসলামের আকস্মিক পদত্যাগের প্রকৃত কারণ জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রোকসানা বেগম বলেন, “তিনি প্রথমে মনে করেছিলেন উপদেষ্টা মণ্ডলীর সবাই একযোগে পদত্যাগ করছেন। পরে দেখেন, শুধুমাত্র প্রফেসর ড.এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। কেন তিনি একা পদত্যাগ করলেন, তা সবার জানার অধিকার রয়েছে। তিনি চান, এই পদত্যাগের পেছনের প্রকৃত কারণ সামনে আসুক। একইসঙ্গে তিনি অবিলম্বে আসিফ নজরুলকে পদত্যাগ করার দাবি জানান তিনি। কোন যোগ্যতায় তিনি বহাল থাকবেন, যেখানে আমাদের প্রফেসর ড.এম আমিনুল ইসলামকে বিদায় নিতে হলো? তিনি কোন দিক থেকে কম যোগ্য ছিলেন?
রোকসানা বেগম আরও অভিযোগ করেন, “উত্তরবঙ্গ থেকে এখনো পর্যন্ত কোনো ইউজিসি সদস্য নেই, নেই কোনো পিএসসি সদস্য, এমনকি উপদেষ্টা পরিষদের উত্তরবঙ্গের কেউ নেই। এটি অত্যন্ত হতাশাজনক এবং এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা ও প্রতিনিধিত্বের প্রতি এক ধরনের অবহেলা। তিনি বলেন, উত্তরবঙ্গের প্রথিতযশা শিক্ষক ও শিক্ষাবিদরা বারবার অবমূল্যায়িত হচ্ছেন। এটি পরিকল্পিত বৈষম্য কিনা, তা খতিয়ে দেখা জরুরি। তিনি এ অবস্থান পরিবর্তন চান। রোকসানা বেগমের অবস্থান কর্মসূচি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষার্থী ও সহকর্মীদের একাংশ তাঁর বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলে জানা গেছে।