রাবিতে আন্দোলন স্থগিত, মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে আবারও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন বলেও তিনি জানান।
সোমবার (১৩ মার্চ) দুপুরে শিক্ষক সমিতি, তদন্ত কমিটিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে উপাচার্য এ কথা জানান।
এদিকে, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে মোমবারও সকাল থেকে থমথমে পরিস্থিতি দেখা যায় বিশ্ববিদ্যালয় এলাকায়। নতুন করে উত্তেজনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
এর আগে রোববার প্রক্টরের অপসারণ, ক্যাম্পাসে নিরাপত্তাসহ ৭ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়। তবে আজ দুপুরে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কথা জানান উপাচার্য ।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত আড়াইশো থেকে ৩শ’ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মতিহার থানায় হওয়া মামলাটির বাদী থানার উপপরিদর্শক (এসআই) আমানত উল্লাহ। দুপুর ১২টায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক বাস চালকের তরকাতর্কির সূত্র ধরে রাজশাহীর নগরের বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে লোকজন এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে একটি পুলিশ বক্স ও রাস্তার ধারের অন্তত ৩০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়।
আহত শিক্ষার্থীদের মধ্যে ৯০ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।